Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম নাবিব ইসলাম আনন্দ (১৭)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিব ইসলাম বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শী শাহীন রেজা বলেন, সকালে ওই ছেলে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

নাবিব ইসলামের বাবা নজরুল ইসলাম বলেন, নাবিব মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর বাড়িতে দুর্ঘটনার খবর আসে। কিন্তু রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তিনি বলেন, লাশ এখনো হাসপাতালে আছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে জানাজা হবে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, ‘সকালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। শুনেছি ছেলেটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা