হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম নাবিব ইসলাম আনন্দ (১৭)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিব ইসলাম বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শী শাহীন রেজা বলেন, সকালে ওই ছেলে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

নাবিব ইসলামের বাবা নজরুল ইসলাম বলেন, নাবিব মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর বাড়িতে দুর্ঘটনার খবর আসে। কিন্তু রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তিনি বলেন, লাশ এখনো হাসপাতালে আছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে জানাজা হবে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, ‘সকালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। শুনেছি ছেলেটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার