চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি।
শ্রমিকেরা জানান, চাঁপাইনবাবগঞ্জের এক পরিবহন শ্রমিক গত শনিবার রাতে রাজশাহীর মালিকের একটি বাসে ওঠেন। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই জেলার শ্রমিকেরা পাল্টাপাল্টি মারধর করেন। এর প্রতিবাদে সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার আজকের পত্রিকাকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার বৈঠকে বসেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমিক ইউনিয়নের নেতারা। কিন্তু ওই বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় আজ বুধবারও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আজ দুপুরে আবারও বৈঠকে বসবেন দুই জেলার শ্রমিক নেতারা। আলোচনা ফলপ্রসূ হলে আজ থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে।