হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

অফিসে ডেকে অপারেটর ও তাঁর স্বামীকে কান ধরে ওঠবস করালেন প্রকৌশলী

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নলকূপের নারী অপারেটর ও তাঁর স্বামীকে অফিসে ডেকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নাইমুল হাসানের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল শনিবার বিএমডিএর নির্বাহী পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গোহালবাড়ী ইউনিয়নের জয়দেবপুর মৌজার ৬৪৭ নম্বর দাগের ২০১ নম্বর গণ নলকূপের নিয়োগ পান কুমিরজান গ্রামের মো. সাইফুদ্দিনের স্ত্রী মোসা. সখিনা বেগম। তাঁর পরিচালিত গভীর নলকূপে পানির সঙ্গে বালু ও পাথর উঠে। ৭ জানুয়ারি গণ নলকূপ পুনঃস্থাপন বাবদ ১ লাখ টাকা জমা দেন রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে।

গভীর নলকূপটি প্রতিস্থাপন না হলে শতাধিক জমিতে বোরো চাষাবাদ হবে না। এ কারণে ভুক্তভোগী নারী একাধিকবার সহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেন। এতে সহকারী প্রকৌশলী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বরেন্দ্র অফিসে তাঁকে ডাকেন। 

অফিসে গেলে এক কক্ষে তাঁদের আটকে অশ্লীল ভাষায় গালি দেন ওই প্রকৌশলী। এমনকি তাঁদের কান ধরেও ওঠবস করান। পরে তিনি হুমকি দিয়ে বলেন, এরপর অফিসে আসলে অপারেটর থেকে বাতিল করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মো. নাইমূল হাসানে বলেন, ‘সখিনা বেগম বিভিন্ন জনের মাধ্যমে তদবির করানোর জন্য কান ধরানো হয়েছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার