Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

অফিসে ডেকে অপারেটর ও তাঁর স্বামীকে কান ধরে ওঠবস করালেন প্রকৌশলী

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

অফিসে ডেকে অপারেটর ও তাঁর স্বামীকে কান ধরে ওঠবস করালেন প্রকৌশলী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নলকূপের নারী অপারেটর ও তাঁর স্বামীকে অফিসে ডেকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নাইমুল হাসানের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল শনিবার বিএমডিএর নির্বাহী পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গোহালবাড়ী ইউনিয়নের জয়দেবপুর মৌজার ৬৪৭ নম্বর দাগের ২০১ নম্বর গণ নলকূপের নিয়োগ পান কুমিরজান গ্রামের মো. সাইফুদ্দিনের স্ত্রী মোসা. সখিনা বেগম। তাঁর পরিচালিত গভীর নলকূপে পানির সঙ্গে বালু ও পাথর উঠে। ৭ জানুয়ারি গণ নলকূপ পুনঃস্থাপন বাবদ ১ লাখ টাকা জমা দেন রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে।

গভীর নলকূপটি প্রতিস্থাপন না হলে শতাধিক জমিতে বোরো চাষাবাদ হবে না। এ কারণে ভুক্তভোগী নারী একাধিকবার সহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেন। এতে সহকারী প্রকৌশলী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বরেন্দ্র অফিসে তাঁকে ডাকেন। 

অফিসে গেলে এক কক্ষে তাঁদের আটকে অশ্লীল ভাষায় গালি দেন ওই প্রকৌশলী। এমনকি তাঁদের কান ধরেও ওঠবস করান। পরে তিনি হুমকি দিয়ে বলেন, এরপর অফিসে আসলে অপারেটর থেকে বাতিল করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মো. নাইমূল হাসানে বলেন, ‘সখিনা বেগম বিভিন্ন জনের মাধ্যমে তদবির করানোর জন্য কান ধরানো হয়েছে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত