হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাখি রক্ষায় প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাখি রক্ষায় প্রচারাভিযান চালান বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পদ্মার চরে নির্বিচারে বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে চলছে পাখিনিধন। শত শত পাখির প্রাণ যাচ্ছে বিষটোপে। এ অবস্থায় পাখি রক্ষায় প্রচারাভিযান চালিয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম।

আজ শুক্রবার সকালে পদ্মার তীরবর্তী টি-বাঁধ ও পাশের শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি হয়। এতে রাজশাহীর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এর আগে বাঁধের পাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাখি শিকার রোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ রমজান আলী সরকার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফিরোজ আলী, সদস্য এ এইচ এম আসাদুজ্জামান, জয়ন্ত কুমার সরকার, ইসতিয়াক শাহরিয়ার প্রমুখ।

সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম। এ সময় বক্তারা বলেন, পাখি পরিবেশের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি; তাদের সংরক্ষণ করা আপনার-আমার সবার নৈতিক দায়িত্ব। পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান তাঁরা।

জানা গেছে, শীতের আগমনে রাজশাহীর পদ্মার চরে প্রচুর অতিথি পাখি আসে। সেই সঙ্গে রয়েছে অনেক দেশীয় পাখি। একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে শিকার করছে এসব পাখি। পরবর্তী সময়ে তা হাঁসের মাংস বলে রাজশাহীর বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এমন এক শিকারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আরেক শিকারির বাড়ি থেকে উদ্ধার করা হয় জবাই করা পাখি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার