হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় দায়ের করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) এবং একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে র‍্যাব-১২-এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় র‍্যাবের কাছে খবর আসে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দু ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।

এ সময় সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। দুপুরে একতা পরিবহনের বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা বাসে তল্লাশি চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২-এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন