বগুড়া প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামিদুল আলম নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন–‘বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে যে গুজব ছড়ানো হচ্ছে, তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’
এর আগে আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের স্ত্রী শাজাহাদী আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ ঘটনায় গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ সময় সাময়িক বরখাস্তের বিষয়ে ডিআইজি হামিদুল আলম সাংবাদিকদের বলেন ‘এ বিষয়ে আমার জানা নাই।’