হোম > সারা দেশ > রাজশাহী

বরখাস্তের আদেশ মিথ্যা–ভিত্তিহীন দাবি অতিরিক্ত ডিআইজির

বগুড়া প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামিদুল আলম নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন–‘বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে যে গুজব ছড়ানো হচ্ছে, তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’

এর আগে আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হামিদুল আলম বিপিএম পিপিএম অতিরিক্ত কমিশনার বরিশাল মহানগর পুলিশ, বরিশালকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হামিদুল আলমকে সরকারি চাকরি আইন ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের স্ত্রী শাজাহাদী আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এ ঘটনায় গতকাল বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।

এ সময় সাময়িক বরখাস্তের বিষয়ে ডিআইজি হামিদুল আলম সাংবাদিকদের বলেন ‘এ বিষয়ে আমার জানা নাই।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন