সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে দ্রুতবিচার আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের রানা আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবু বাসির, সবুজ সরকার, মনি সরকার, সোহেল রানা, মাহিম ও সোনামুখী গ্রামের হান্নান সরকার।
মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন দ্রুতবিচার আদালতের বিচারক শাহরিয়ার আলম বাপ্পি।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। অন্যথায় বাদীর ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে দেবেন না বলে হুমকি দেওয়া হয়। গত ৬ আগস্ট বিকেলে আসামিরা সোনামুখী বাজারে বাদীর দোকানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কুড়াল, রামদা নিয়ে হামলা-লুটপাট চালান। এ সময় প্রাণ রক্ষার্থে দোকান থেকে বাদী বের হয়ে চলে যান। এই সুযোগে আসামিরা বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসি, এলইডি টিভি, ব্লেন্ডারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।’