হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ইট, কাঠ ও চালের গুঁড়ার মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করা হচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে রায় মসলা কারখানা নামের ওই কারখানটি সিলগালা করে দেয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

হাসান আল মারুফ বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদগঞ্জ এলাকা, কাঠেরপুল বাজার ও বাহির গোলা বাজারে ভোক্তা-অধিকার অভিযান পরিচালনা করে। এ সময় শহীদগঞ্জ এলাকায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশিয়ে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করার অভিযোগে রায় মসলা কারখানা নামের একটি মসলার মিলকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে