চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল–গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন–শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরী পাড়ার মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়া এলাকার সেবাদুল ইসলাম (৫০।
আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মিঠুন ও সেবাদুলকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’