কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে মো. ইয়াদ আলী নামে পুলিশের এক সাবেক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কামারখন্দ হাটখোলার গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
ইয়াদ আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। তিনি কামারখন্দ থানায় চাকরির সুবাদে কহিনুর নামের এক নারীকে বিয়ে করেন। এরপর কামারখন্দ হাটখোলা এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। ২০০৮ সালে পুলিশের চাকরি থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।
ইয়াদ আলীর বড় ছেলে ওমর ফারুক জানান, অনেক দিনের অসুস্থতা ও শারীরিক পীড়া সহ্য করতে না পেরে আগেও আত্মহত্যার চেষ্টা করেন ইয়াদ আলী। আজ সকালে ঘরের ভেতরে কেউ না থাকায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।