হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় সিগারেট বাকি না দেওয়া দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোরের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল তালেব দীর্ঘদিন ধরে দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদিখানা দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। দিঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এই দোকানে সিগারেট কিনতে যান। নগদ টাকা চাওয়ায় আবুল তালেবের দোকানের সামনে থাকা ডিমের খাচি ভাঙচুর করে চলে যায়। নাসির উদ্দিন তাঁর লোকজন নিয়ে এসে তাঁকে মারপিট করে কীভাবে বাজারে ব্যবসা করবেন বলে হুমকি দেয়। আবু তালেব দিঘা বলারবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থেকে ব্যবসা করেন। 

আবু তালেব বলেন, ‘এর আগেও তাঁর লোক সিগারেট বাকি নিয়ে টাকা দেয়নি। টাকা চাইলে খারাপ আচরণ করে। আবারও সিগারেট বাকি নিতে আসলে না দেওয়ায় আমাকে লাঞ্ছিত করে দোকানের সামনে থাকা ডিম ভাঙচুর করেছে।’ 

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘বাজারে কোনো দোকানে বাকি নেই। সিগারেট না দিতেই টাকা চাওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আবদুল আজিজ ও বাজার কমিটির সভাপতি ফজলুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে বাজার কমিটি বসে ব্যবস্থা নেব।’ 

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের