হোম > সারা দেশ > রাজশাহী

শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে শ্বশুরবাড়িতে গিয়ে শিশুসন্তানসহ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে অলিউর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

মা-শিশুছেলের লাশ উদ্ধার ও অলিউরকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহতরা হলেন পাঁচন্দর উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ে নিপা খাতুন (২২) ও তাঁর শিশুছেলে নূর (৫)। আটক অলিউর রহমান একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বাবার বাড়ি এলাকার সোহেল, মারুফসহ কয়েকজন বলেন, গতকাল শুক্রবার নিপা তাঁর বাবার বাড়িতে ছেলে নুরের সুন্নতে খতনা দেন। কিন্তু ছেলের খতনায় স্বামীকে জানাননি নিপা। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী শ্বশুরবাড়িতে গিয়ে একা পেয়ে স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় তাঁদের সন্তান নুর এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে হত্যা করেন অলিউর। পরে স্থানীয় লোকজন অলিউরকে মারধর আটক করে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।

নিহত নিপার বড়ভাই ভুলু বলেন, ‘দেড় বছর আগে আমার বোনকে হাসুয়া দিয়ে কোমরে কোপ দিয়েছিলেন অলিউর। তখন অলিউরের নামে আমরা মামলা করেছিলাম। ওই মামলায় কারাগারে ছিলেন অলিউর। পরে আপসের মাধ্যমে অলিউরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়। নিপাকে ছাড়িয়ে নেওয়া হয় অলিউরের কাছ থেকে। ৭-৮ মাস আগে আপসের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হন অলিউর। দেড় মাস আগে আবারও নিপা-অলিউরের বিয়ে হয়। শুক্রবার ভাগনে নূরের সুন্নতে খতনা করা হয়েছিল।’

ওসি আব্দুর রহিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অলিউরকে উদ্ধার করেছে। তাঁকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হেফাজতে অলিউর তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছে।’

ওসি আব্দুর রহিম আরও বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সোহেল রানা।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের