হোম > সারা দেশ > রাজশাহী

রাবি শিক্ষার্থীদের হয়রানি বন্ধে সহায়তা সেল গঠন প্রশাসনের

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সহায়তা সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে বিজ্ঞপ্তিটি পাঠান।

দুই সদস্যের এ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে দুই সহকারী প্রক্টরকে। কোনো নিরপরাধ শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হলে এই দুই সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাবি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

এ বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হন, তাহলে সেলের সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. রতন কুমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

সেকশন