Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাদক গ্রহণের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মাদক গ্রহণের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

মাদক গ্রহণের প্রতিবাদ করায় উল্লাপাড়ায় পারুল রানি ভৌমিক (৪৬) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ওই গৃহবধূকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় পারুলের বাক প্রতিবন্ধী ছেলে রিপন কুমারকেও (২২) বেধড়ক মারপিট করে। 

হামলার শিকার উক্ত গ্রামের মৃত মঙ্গলা ভৌমিকের স্ত্রী পারুল রানি ভৌমিক অভিযোগ করেছেন, তাঁর প্রতিবেশী পানজিদ ভৌমিকের ছেলে গৌতম কুমার অধিকাংশ সময় মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করত। এর আগে র‍্যাব-১২ ক্যাম্পে ইয়াবাসহ সে ধরা পড়ে। পরে জামিনে বেরিয়ে আসে। গৌতম মাদকাসক্ত হয়ে প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং এর আগে পারুল রানির ছেলে বাক প্রতিবন্ধী রিপন কুমারকেও গৌতমসহ তাঁর সহযোগীরা মারধর করে। পারুল এর প্রতিবাদ করে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌতম ও তাঁর সহযোগী সুদেব, বাবলু ও শ্যামসহ কয়েকজন যুবক পারুল রানির বাড়িতে এসে তাঁদের ওপরে হামলা করে। হামলাকারীরা লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে পারুল ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারপিট করে। 

পরে প্রতিবেশীরা গুরুতর আহত পারুল রানিকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে ডিউটি অফিসার উপপরিদর্শক আশরাফী খাতুন জানান, বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত পারুল রানি সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার আগে ভ্যানযোগে থানায় এসে হামলাকারী উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে গেছেন। পুলিশ এখন হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা