শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি ফারুক হোসেন উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় কয়েক শ লোক তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।