Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মোনাজাতে ভুল করা সেই রাজ্জাকসহ পদ হারালেন ১৪ আ. লীগ নেতা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মোনাজাতে ভুল করা সেই রাজ্জাকসহ পদ হারালেন ১৪ আ. লীগ নেতা

তাহেরপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শহীদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাককে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে ৫ জানুয়ারি বাগমারা উপজেলার যেসব ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থীর বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে দলের প্রাথমিক সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

দলীয় পদ থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন বাসুপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল জব্বার মণ্ডল, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মোজাম্মেল হক, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা কমিটির সদস্য শাফিনুর নাহার, যোগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা কমিটির সদস্য এম এফ মাজেদুল ইসলাম সোহাগ, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, ওয়ার্ড আ. লীগের সদস্য শাহাদৎ হোসেন, দ্বীপপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র ভৌমিক, ওয়ার্ড সহসভাপতি সিরাজুল ইসলাম, গনিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ এবং মাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক।

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত