হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বাঙালি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক রাকিবুল হাসান রাকিবের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকায় বাঙালি নদীতে গোসলে নেমে রাকিব নামের ওই ছাত্র নিখোঁজ হন।

রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র।

নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পাঁচজন ছাত্র বেড়াতে এসে বাঙালি নদীতে গোসল করতে নামেন। তাঁরা নদীর এপার থেকে সাঁতরে ওপারে যায়। আবারও সাঁতার কেটে ফেরার সময় মাঝ নদীতে পাঁচজনই ডুবে যায়। স্থানীয়রা চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে আনলেও রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করে রাকিবের সন্ধান পাননি।

সারিয়াকান্দি থানার ওসি বলেন, আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করে লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে