হোম > সারা দেশ > রাজশাহী

সংসদ সদস্যের ফেসবুক পেজে ‘অশালীন’ ছবি, জানালেন জিডি করা হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিনের ফেসবুক পেজে থেকে এক নারীর অশালীন ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুকের ‘মাই ডে স্টোরি’ গ্যালারিতে ওই ছবি আজ রোববার সকাল থেকে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা মুখে পড়েন তিনি। 

এ বিষয়ে আয়েন উদ্দিন জানিয়েছেন, তাঁর পেজটি হ্যাক হয়েছে। 

ছবিটিতে দেখা যায়, নগ্ন শরীরে একজন নারী বসে আছেন। ছবিটি পেছন থেকে তোলা হয়েছে। এই ছবিতে নারীর মুখ দেখা যায়নি। তাই ছবিটি কার তা নিশ্চিত হওয়া যায়নি। সংসদ সদস্য হিসেবে একজন দায়িত্বশীল ব্যক্তির ফেসবুক পেজে এ ধরনের ছবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আয়েন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিহাব নামের যে ছেলেটা আমার ছবি তোলে, সেই আমার ফেসবুক পেজ চালায়। পেজটা তাঁর মোবাইল থেকেই নিয়ন্ত্রণ করা হয়। সে জানিয়েছে যে, পেজটা হ্যাক হয়েছে। এটার নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। এ নিয়ে থানায় জিডি করা হচ্ছে।’

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত