হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ভগ্নিপতি-শ্যালকের

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং শহরের জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তাঁরা সম্পর্কে ভগ্নিপতি-শ্যালক। তাঁদের ইঞ্জিনিয়ারিং ফার্ম ও বেকারির ব্যবসা রয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাইভেট কারে বগুড়ায় ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। এ সময় গোকুল বাজার এলাকায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারটি বাবুল ইসলাম চালাচ্ছিলেন।

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা দারিদ্র্য

রাজশাহীতে ৪ প্রাথমিক স্কুলের শিক্ষকদের গণ শোকজ

জয়পুরহাট সীমান্তে আজ সকালে বেড়া নির্মাণ, কালই তুলে নেবে বিএসএফ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: সংস্কার কমিশন প্রধান

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

যমুনার বালুচরের নতুন ফসল চিনাবাদাম

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সেকশন