হোম > সারা দেশ > রাজশাহী

সারদা পুলিশ একাডেমিতেও রাসেলস ভাইপারের আছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ১৬টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপগুলো বাচ্চা বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ রোববার সকাল থেকে দুই দফায় সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ৯টার দিকে ৯টি। এরপর দ্বিতীয় দফায় ৭টি সাপের বাচ্চা বের হয়ে আসে। দুই দফায় মোট ১৬টি সাপ বের হয়ে আসে। সাপগুলো মানুষের সামনেই ঘোরাফেরা করে। পরবর্তী সময় সাপগুলো পুলিশ উদ্ধার করে এবং বন বিভাগের কাছে হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হয়। 

প্রাণিবিশেষজ্ঞ মো. আলী রেজা খান তাঁর ‘বাংলাদেশের সাপ’ নামে বইতে উল্লেখ করেছেন, এই সাপ রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি পাওয়া যায়। অন্য জেলাগুলোয় তেমন দেখা যায় না। তারপরও কিছু কিছু জেলায় মাঝেমধ্যে এই সাপ দেখা যায়। রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া সাপ নামে পরিচিত। 

দেশের অন্যতম মেডিকেল কলেজের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ একটি। এই মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার তাদের এক গবেষণায় দেখেছে, ২০১৩ থেকে ২০২৪ সাল (চলতি মাস) পর্যন্ত ৩২টি জেলায় এই সাপ দেখা গেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের ৮টি, ঢাকা ও দক্ষিণ ও পূর্বাঞ্চলের বাকি জেলায় এই সাপ দেখাগেছে। তবে পদ্মা নদী ও তার শাখা নদীর তীরবর্তী জেলাগুলোয় বেশি দেখা যায়। 

তবে রাজশাহী জেলায় বেশি দেখা যায় ভেনম রিসার্চ সেন্টার দাবি করেছে। সম্প্রতি বিভিন্ন জেলায় এই সাপ দেখাগেছে। যা নিয়ে জনমে আতঙ্ক রয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে