Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ৫ শিক্ষার্থী বহিষ্কার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ৫ শিক্ষার্থী বহিষ্কার

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপজেলার গুজিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করেন। যার মাধ্যমে বাইরে থেকে আশা প্রশ্নের উত্তর খাতায় লেখার খবর পাওয়া য়ায়। এমন তথ্য পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রের কক্ষগুলোতে তল্লাশি চালান। এ সময় ৫ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ১১ কক্ষ পরিদর্শককে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। 

তিনি বলেন, ‘এ ছাড়া দায়িত্ব অবহেলার কারণে ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের