বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপজেলার গুজিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করেন। যার মাধ্যমে বাইরে থেকে আশা প্রশ্নের উত্তর খাতায় লেখার খবর পাওয়া য়ায়। এমন তথ্য পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রের কক্ষগুলোতে তল্লাশি চালান। এ সময় ৫ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ১১ কক্ষ পরিদর্শককে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।
তিনি বলেন, ‘এ ছাড়া দায়িত্ব অবহেলার কারণে ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’