Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মাজেদের বাড়ি পার্শ্ববর্তী পাকা ইউনিয়নের আস্তিকপাড়া এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোশাররফ হোসেন তাঁর একটি আমগাছ ওই এলাকারই আইয়ুব আলীর কাছে বিক্রি করেন। সেই গাছের পাশে ঘরের টিনের চালার ওপর দাঁড়িয়ে আম পাড়ছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা চালা থেকে নামানোর কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জিগরী বাজারের দোকানি রবিউল ইসলাম জানান, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি লোকটি ঘরের টিনের ওপর পড়ে আছেন। আর পাশে বিদ্যুতের তারের সঙ্গে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। টিনের ওপর থেকে তাঁকে নামানো হয়। কিছু সময় পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। 

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ