মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। এ উপলক্ষে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাঁর কর্মীরা খিচুড়ি রান্না করে নির্বাচনী সভার আয়োজন করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানার পাশাপাশি রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে খাবার পরিবেশন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সভার সভাপতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে।