Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে বিএনপির নাম দিচ্ছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে বিএনপির নাম দিচ্ছে: মিনু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, হরতাল-অবরোধের সময় আওয়ামী লীগের লোকজন গাড়িতে আগুন দিচ্ছে। এরপর বিএনপির নামে এসব চালানো হচ্ছে। আজ মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 

মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রতিরাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ রেইড দিচ্ছে। গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা বাড়িছাড়া হয়ে আছেন। তারপরেও রেহাই মিলছে না। এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ 

মিনু অভিযোগ করেন, গত ২৮ অক্টোবরের পরে এই অবৈধ সরকার বিএনপির প্রায় ২৪ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এক হাজার জনকে নির্যাতন করে পঙ্গু করেছে এবং ১০০ জনকে হত্যা করেছে। রাজশাহীতে ১ হাজার ৮৮৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ।

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা