হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নৌকার প্রচারণায় অংশ নেওয়ার বিএনপি নেতাকে শোকজ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সম্পাদক এনামুল হক নতুন স্বাক্ষরিত নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

অভিযুক্ত আব্দুল ওহাব মণ্ডল গাবতলী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান। 

নোটিশে বলা হয়েছে, আব্দুল ওহাব মণ্ডল দলীয় কার্যক্রম ছাড়াও উপজেলা বিএনপির পরপর তিনটি সভায় অংশ গ্রহণ করেননি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের প্রচারণায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এতে আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তকে জবাব দিতে বলা হয়েছে। 

তবে আব্দুল ওহাব অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইনি। গাবতলীতে বিএনপির মধ্যে গ্রুপিং রয়েছে। আমি সেই গ্রুপিংয়ের শিকার।’ 

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। উপজেলা বিএনপির সভাপতিসহ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে