হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ধরা খেয়ে তাঁদের জরিমানা গুনতে হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদরের বড় বাজার, মিরপুর ওয়াপদা বাজার ও কড্ডা মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসে রং মেশানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

সহকারী পরিচালক বলেন, ‘ছুটির দিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি করছিল। এভাবেও যে রং মেশানো হয়, এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াপদা বাজারের জুলমত মাংসের দোকানকে ৫ হাজার এবং কড্ডা মোড়ের রেজাউল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও বলেন, এ ছাড়া কেউ ওজনে কারচুপি করছে কিনা, মূল্যতালিকা প্রদর্শন করছে কিনা, গাভির মাংস ষাঁড় বলে বিক্রি করছে কিনা এসব বিষয়েও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে