হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে পুলিশ কোপানো মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজশাহীর চককাপাশিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আসামি আরিফ ইসলাম (৩২), তিনি চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। 

রাজশাহী র‍্যাব-৫ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‍্যাব জানায়, চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র‍্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারের সময় আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাঁকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। 

এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করেন। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁরা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার