হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, জয়পুরহাট সদরে ১৪৪ ধারা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর থানা ও পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে একগ্রুপের বিরুদ্ধে অপর গ্রুপের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।

ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন