হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের দিন আগুনে পুড়ল আলতাদীঘি জাতীয় উদ্যান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের পশ্চিম পাড় শালবনের ভেতরে ও বাইরের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শালবনের ভেতরে শুকনো লতাপাতা, শালগাছসহ বেতের গাছ পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে এমন চিত্র। 

ঈদের ছুটিতে আলতাদীঘি শালবন দেখতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালবনের ভেতরে বেশ কিছু এলাকাজুড়ে দফায় দফায় অগ্নিশিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তাঁরা। 

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেন দর্শনার্থীরা। বিকেল ৫টায় ফায়ার সর্ভিসের কর্মীরা এলে পানির অভাবে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা পর্যন্ত সময় লেগে যায় তাঁদের। 

স্থানীয়রা জানান, বন কর্মকর্তাদের কারণে অরক্ষিত হয়ে পড়েছে আলতাদীঘি জাতীয় উদ্যান শালবন। প্রতিদিন বনের ভেতরে ও বাইরে সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের আড়ালে মাদকসেবীদের আড্ডা বসে। শালবন অরক্ষিত থাকার কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে। 

বারবার আগুন লাগার ঘটনা ঘটলে পরিবেশ ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি আলতাদীঘি জাতীয় উদ্যান পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। 

অগ্নিকাণ্ডের ব্যাপারে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আগুনে বনের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানি না। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রাত ৮টা পর্যন্ত কাজ করে।’ 

ধামইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ঈদের ছুটিতে বাড়ি থাকায় এ বিষয়ে কিছু বলতে পারেননি। 

গত সোমবারসহ আলতাদীঘি জাতীয় উদ্যান শালবনে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন