হোম > সারা দেশ > রাজশাহী

এসব আন্তর্জাতিক দিবসে কী আসে যায় আনূরার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

আন্তর্জাতিক প্রবীণ দিবস কী, জানেন না নাটোরের বাগাতিপাড়ার আনূরা বেগম (৬৪)। জানারও কোনো আগ্রহ নেই তাঁর। কীভাবে দুবেলা খাবার জুটবে সেই চিন্তায় দিন পার হয় তাঁর। কোনো দিবস তো সীমাহীন কষ্ট লাঘবে কোনো কাজে আসবে না তাঁর! তিনি উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত ময়েন উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর ৩৭ বছর ধরে একা আনূরা বেগম। রক্তের সম্পর্কের কেউ বেঁচে নেই। কর্মক্ষমতাহীন এই বৃদ্ধার দিন চলে অর্ধাহারে অনাহারে। লোকলজ্জার ভয়ে ভিক্ষাও করেন না। এখন জীবনযুদ্ধে আর পেরে উঠছেন না।

সম্প্রতি আনূরা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রাম রহিমানপুর টিকর পাড়ায় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বিয়ের এক মাসের মাথায় স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে আসেন আনূরা বেগম।  ক্ষোভে অভিমানে আর দ্বিতীয় বিয়ে করেননি। ৪৯ বছর পেরিয়ে গেছে। মায়ের চিরবিদায়ের পর বাবাও মারা যান ৩৭ বছর আগে। একে একে পৃথিবী ছেড়ে গেছেন রক্ত সম্পর্কের সবাই। পৈতৃক সূত্রে পাওয়া দুই শতাংশ বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাঁর। আজ পর্যন্ত কোনো ভাতাও জোটেনি তাঁর কপালে। ছোট্ট ঝুঁপড়ি ঘরের বাড়িতে নেই কোনো খাওয়ার পানির ব্যবস্থা, নেই টয়লেট সুবিধা। অনিয়মিত অপুষ্টিকর খাবার, কঠোর পরিশ্রমে দুর্বল শরীরে এখন বাসা বেঁধেছে নানা ধরনের ব্যাধি।

আনূর বেগম বলেন, প্রতিবেশীদের দয়ায় মাঝেমধ্যে খাবার জোটে তাঁর। এ ছাড়া অন্যের জমিতে ফসল কাটার পর পড়ে থাকা শস্য এবং ইঁদুরের গর্ত থেকে ধান বা গমের শীষ কুড়িয়ে বাকিটুকু কোনোরকম চালিয়ে নেন। অন্যের মুগ কলাই ও মটর কাটা মাড়াই করে যে সামান্য টাকা পান তা দিয়ে তেল, লবণ কেনেন। 

প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, এই দুনিয়ায় আনূর বেগমের আপন বলতে আর কেউ নেই। তাঁর জন্য সরকারি সহায়তা খুব জরুরি।

আনূরা বেগমের কথা বললে জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তিনি কখনও এ বিষয়ে আবেদন করেননি। সামনের বরাদ্দেই তাঁকে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন