Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে নিয়মিত স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন বাইরের শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি  

রাবিতে নিয়মিত স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন বাইরের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবেন। এতে জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, রাবি অধিভুক্ত কলেজ এবং অন্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অধীন বিভাগসমূহে মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হতে স্নাতক/স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা বিভাগের মাস্টার্স প্রোগ্রামে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

তবে তাঁদের ভর্তির জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। স্নাতক পাসের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করা যাবে।

অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ করেছি অনেক শিক্ষার্থীই মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থাকছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ছাত্র ভর্তি করাতে পারবে। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে করাতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হন। স্নাতক পাস করার পর ৩ বছর পর্যন্ত এই সুযোগ থাকে। তবে স্নাতক পাস করার পর অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। এই ফাঁকা আসন পূর্ণ করার জন্যই বাইরের শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাঘায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, পাঁচটি মোটরসাইকেলে আগুন

সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের লাশ দেখে প্রতিবেশী নারীর মৃত্যু

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

মান্দায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব

বেড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর-আগুন

বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল