Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত