হোম > সারা দেশ > নাটোর

নকল প্রসাধনী উৎপাদন করায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এত দিন ধরে তৈরি হয়ে আসছিল নাটোরে। আর নকল এসব প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ভেজাল প্রসাধনী উৎপাদন করায় এই জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির এবং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল সদরের হালশা ফুলসর গ্ৰামের ফয়েজ উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ফয়েজ উদ্দিনের বসতবাড়িতে অবৈধভাবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহিউদ্দিন কাজলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির বলেন, ওই বাড়ি থেকে ৪১ হাজার ৯০০ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়। পরে জব্দ করা প্রসাধনী ধ্বংস করা হয়। ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এসব প্রসাধনী সামগ্রী দীর্ঘদিন ধরে নাটোর ও এর আশপাশের জেলার নারীরা কিনে ব্যবহার করে আসছিলেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার