হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে অপহৃত নারী সাতক্ষীরা সীমান্তে উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি

নাটোর সদরের কাফুরিয়া থেকে অপহৃত এক গৃহবধূকে ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণ ও পাচারে জড়িতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিপিসি নাটোর-২-এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান। গ্রেপ্তারকৃতদের নাটোর সদর থানায় এবং গৃহবধূকে স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহান আলী (৩০) ও কবির হোসেন (৩৮)। তাঁরা যশোরের মনিরামপুর মশ্বিমনগর ও শ্যামপুরের বাসিন্দা এবং সম্পর্কে তাঁরা শালা-দুলাভাই। এদের মধ্যে শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। 

মেজর আশিকুর রহমান জানান, প্রায় সাত বছর আগে নাটোর সদর উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শাজাহানের সঙ্গে কথাবার্তার সূত্র ধরে পরিচয় হয় ওই গৃহবধূর। শাজাহান গৃহবধূকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে উঠলে শাজাহান তাঁকে অপহরণ ও ভারতে পাচারের পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী গৃহবধূকে বিয়ে করার কথা বলে শাজাহান গত ৯ সেপ্টেম্বর দুপুরে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজার থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। 

এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব তাঁদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৬ সদস্যদের সহযোগিতায় কলারোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা আশিক আরও জানান, শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। ছোটবেলায় তাঁর মা তাঁকে নিয়ে ভারতে চলে যান। ছয় বছর আগে তিনি পুনরায় বাংলাদেশে আসেন এবং যশোরের মনিরামপুরে তাঁর বাবা সোবাহান আলীর সঙ্গে বসবাস শুরু করেন। 

দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের টার্গেট করে ভারতে পাচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা রোজগারই তার পেশা। এ কাজে তাঁকে তাঁর দুলাভাই কবির হোসেনসহ আরও অনেকে সহায়তা করেন।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের