সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বজ্রপাতের ঘটনায় আয়েশ আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেল থেকেই বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়েছে। আজ সকালে ঝড় বাতাস অনেকটা কমে যায়। তারপর ১০টার দিকে আয়েশ আলী সাপাহারের বোয়ালমারী খাড়ি এলাকায় নিজ জমিতে কৃষি কাজের জন্য যান। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। এতে তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
সাপাহার থানার ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।