হোম > সারা দেশ > রাজশাহী

বিপিএল ফুটবলের ১০টি ম্যাচ হবে রাজশাহীতে

রিমন রহমান, রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২২-২৩ আসরের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর থেকে খেলাগুলো মাঠে গড়াবে। ফর্টিস এফসি লিমিটেডের হোম গ্রাউন্ড হিসেবে এখানে খেলা হবে। 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। এর মধ্যে ১১টি দলের ১০টি খেলা হবে রাজশাহীতে। বাফুফে রাজশাহীর স্থানীয় আয়োজক হিসেবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে।

আজ শনিবার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এসব তথ্য দিয়েছে। দুপুরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্টের রাজশাহীর প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক জিয়া হাসান আজাদ হিমেল। 

এ সময় জিয়া হাসান আজাদ জানান, দ্বিতীয় বছরের মতো এবার বিপিএল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হতে হচ্ছে রাজশাহীর ভেন্যুতে। এর আগে গত বছরও সফলভাবে এখানে আয়োজন সম্পন্ন হয়েছিল। ফর্টিস এফসি লিমিটেড এবার এই মাঠকে তাদের হোম গ্রাউন্ড ঘোষণা করার কারণে এবারও এখানে খেলা হবে। ১০টি ম্যাচ খেলতে রাজশাহী আসবে মোট ১১টি দল। প্রত্যেক দলেই ইউরোপের বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবেন। ২৩ ডিসেম্বর ফর্টিস এফসি ও বসুন্ধরা কিংসের প্রথম খেলা মাঠে গড়াবে। বেলা আড়াইটায় এই খেলা শুরু হবে। সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন