Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে হামলার শিকার হন তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরিফুল ইসলাম উপজেলার ছাতক বরাট গ্রামের শাহাদতের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে আরিফুল গোপালপুরের হয়ে খেলছিলেন। খেলা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়। ওই ঘটনার জেরে রোববার দুপুরে গোপালপুর ব্রিজের পাশে আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে দ্বারিয়াপুরের লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান। 

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা