রাজশাহীতে পাথরের ট্রাক থেকে প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে এই হেরোইন পাচার হচ্ছিল।
অভিযানে ট্রাকের চালক মো. জামালকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি ১০০ গ্রাম ওজনের ৫১টি প্যাকেটে এই হেরোইন পাওয়া গেছে পাথরবোঝাই ওই ট্রাকে। মাদক চোরাচালানের অভিযোগে পাথরসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’