সিরাজগঞ্জে কারাগারের গেট ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বন্দীরা। এ সময় কারারক্ষীরা শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজ বুধবার জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
পরে কারা অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালান হাজতি-কয়েদিরাও। এই ঘটনায় আজ কারাগার থেকে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয়নি।
জেলা কারা সুপার এ এস এম কামরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কারাগারের অভ্যন্তরের রন্ধনশালায় কর্মরত কয়েকজন কয়েদি দা-বঁটি নিয়ে কারারক্ষীকে জিম্মি করে পালানোর জন্য কারা ফটকের কাছে যান। এ সময় তাঁরা কারাগারের গেট ভাঙার চেষ্টা করেন, একই সঙ্গে চালায় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফটকে দায়িত্বরত কারারক্ষীরা শটগানের গুলি ছোড়ে। এ সময় পিছু হটে কয়েদিরা।
তিনি আরও বলেন, ‘পালানোর চেষ্টা করা সব আসামিই খুন, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত। ছাত্র আন্দোলনে আটক হওয়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এ মুহূর্তে কারাগারটিতে রয়েছেন ১ হাজার ৪১৩ জন হাজতি ও কয়েদি।’