হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় প্রতিমা ভাঙচুর মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।

গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।

এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

সেকশন