হোম > সারা দেশ > রাজশাহী

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাবি প্রতিনিধি  

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং সবকিছুতে ‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা পৌনে ১টা) শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

এ সময় শিক্ষার্থীরা ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাবিজম না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সময় পরিবর্তন করে কর্মসূচি বেলা ১১টা থেকে করা হয়।

বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ করা গেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চাই। আমরা চাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ।’

এ বিষয়ে আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো স্টেক ছিল, তাদের প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসিসহ বিভিন্ন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে সবার অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে