নওগাঁর নিয়ামতপুরে খাল-বিল, নদীসহ জলাশয়ে কমতে শুরু করেছে পানি। স্বল্প পানিতে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সীরা মেতেছে মাছ ধরার উৎসবে। ঝাঁকি জাল, ঠেলা জাল, পোলোসহ বিভিন্ন উপকরণে ধরছে মাছ। অনেকেই আবার খালি হাতে নেমে পড়ছেন মাছ ধরতে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট-বাজারে বিক্রি করেন অনেকে।
শীত মৌসুমের শেষ দিকে সাধারণত গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, বাইন, কাতলা মাছেই বেশি ধরা পড়ে। মিলছে সিলভার কার্প, গ্রাস কার্পসহ পুকুরে চাষ করা বিভিন্ন মাছও। বর্ষাকালে বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জমিতে আশ্রয় নেয়। এখন ধরা পড়ছে এসব মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমরইল-বেলডাঙ্গা খালে চাম্পাইডাঙ্গা, আশেকপুর, কুমরইল, বেলডাঙ্গা ও আশনদী গ্রামের ২১ জন শৌখিন শিকারিরা মিলে সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন। পোলো দিয়ে লাইন ধরে সকলে মিলে মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়ে।