Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা’

রাবি প্রতিনিধি

‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা’

পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে আওয়ামী লীগের অনুসারীদের ভিড় রাজশাহীতে। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশেই বঙ্গবন্ধু, নৌকা, প্রধানমন্ত্রী ও জয় বাংলা লেখা সংবলিত ব্যাজ বিক্রি করছেন কয়েকজন। তাঁরা হাঁক দিয়ে ডাকছেন, ‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা।’

লোগো বিক্রেতারা বলেন, রাজশাহী শহরে তাঁরা ৩০ জনের মতো এসব ব্যাজ বিক্রি করছেন। তাঁরা ঢাকা থেকে এসেছেন। সারা দেশে অনুষ্ঠিত বিভিন্ন জনসভা ও সমাবেশে তাঁরা এসব বিক্রি করে থাকেন।

মোহাম্মদ বেলাল হোসেন নামের এক ব্যাজ বিক্রেতা বলেন, ‘আমরা বিভিন্ন আকারের ব্যাজ বিক্রি করছি। ছোট আকারের ব্যাজ ২০ টাকা করে নিচ্ছি আর বড়গুলো ৩০ টাকা। আমি প্রায় ১০ বছর ধরে এই কাজ করছি। এ থেকে যা আয় হয় তাই দিয়ে আমার সংসার চলে।’

ব্যাজ কিনতে দোকানগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। তবে ক্রেতাদের মধ্যে ব্যাজের দাম নিয়ে অসন্তোষ রয়েছে। দামের বিষয়ে বিক্রেতা বেলাল হোসেন বলেন, ‘আমাদের ব্যাজগুলো প্লাস্টিকের নয়, এগুলো দস্তার তৈরি। তাই দাম একটু বেশি। প্লাস্টিকের হলে ১০ টাকায় বিক্রি করলেও আমাদের লাভ হতো।’

ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি

রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

রুয়েটের ভর্তি পরীক্ষা এক দিন এগিয়ে ২২ জানুয়ারি

রাজশাহী ওয়াসা: কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আরডিএ কমপ্লেক্স চায় জুলাই ছাত্র পরিষদ

রাজশাহীতে জজের পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

নবান্ন উৎসব উপলক্ষে নারীদের ধান কাটার প্রতিযোগিতা

রাবিতে মুখে লাল কাপড় বেঁধে বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি

রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি