Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রতিবেশীর হামলায় নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রতিবেশীর হামলায় নিহত ১
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীর হামলায় কামাল ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি সম্পর্কে বর সুমন ব্যাপারীর চাচা।

প্রতিবেশী রতন আলী বলেন, রোববার কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের কথা ছিল। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে সামসুল ব্যাপারী বলেন, ‘তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল। নিষেধ করলে আমাদের মারধর করে। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছে, আমাদের জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ