হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

এ সময় এমাদুরের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, কার্তুজের পাইপগান জাতীয় একটি দেশীয় পিস্তল, চারটি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি ও তিনটি হাঁসুয়া। তাঁর কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে দাবি করেছে এলাকাবাসী।

ওই গ্রামের বাসিন্দা আসিফ সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এমাদুর আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির প্রধান গেটে পিস্তল দিয়ে গুলি করে। একই দিন মেহেদুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমাদুরের কাছে আরও অস্ত্র থাকতে পারে। সেসব উদ্ধার করা জরুরি।’

আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক বলেন, ‘গ্রেপ্তার এমাদুর আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আমার গ্রুপে আমার সঙ্গেই রাজনীতি করতেন।’

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এমাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে