হোম > সারা দেশ > রাজশাহী

দুই নারীর অস্বাভাবিক মৃত্যু: স্যালাইন কোম্পানির নাম বলছে না স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন দিয়ে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য বিভাগে দুটি প্রতিবেদন দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবিরের কাছে প্রতিবেদন দুটি দেওয়া হয়। 

প্রতিবেদনের কথা নিশ্চিত করে আনোয়ারুল কবির বলেন, ‘সেখানে তারা ধারণা থেকে আইভি স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছে। ওই স্যালাইন পরীক্ষার জন্য ঢাকায় ঔষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনই কোম্পানির নামটা বলে ব্যবসায়িক ক্ষতি করতে চাচ্ছি না। পরীক্ষার রিপোর্টে যদি দেখি স্যালাইনেরই সমস্যা, তাহলে কোম্পানির সঙ্গে কথা বলব। আর স্যালাইনের সমস্যা না হলে আমাদের আরও অনুসন্ধান করতে হবে।’ 

প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীর দুর্গাপুরের প্রসূতি আসমা খাতুনকে (৩৮) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১৯ মার্চ। সেদিনই স্যালাইন দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই মারা যান তিনি। আর নওগাঁর নিয়ামতপুরের প্রসূতি শারমিন খাতুনকে (৩৫) ভর্তি করা হয়েছিল ১৬ মার্চ। একই লক্ষণ নিয়ে ২৫ মার্চ তিনি মারা যান। আরবী খাতুন (১৯) নামের এক প্রসূতিরও একই ধরনের সমস্যা হয়েছিল। তবে তিনি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এ ঘটনায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান ডা. আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। আশা করি, সোমবার (আগামীকাল) আমরা কাজ শেষ করতে পারব। তারপর প্রতিবেদন দেওয়া হবে।’ 

বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত না করার কারণ জানতে চাইলে আবু বকর সিদ্দিকী বলেন, ‘প্রসূতিরা আমাদের এখানে ভর্তি হলেও পরে মারা গেছেন রামেক হাসপাতালে। তাই রামেক হাসপাতাল প্রতিবেদন দেবে ভেবে হয়তো এখান থেকে কিছু জানানো হয়নি।’ 
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আসমা ও শারমিন আমাদের আইসিইউতে আসেনি। সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল হয়তো। তবে সিজারের পর কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া রোগী প্রায়ই আমাদের আইসিইউতে আসে। এখনো এ রকম একজন রোগী কিডনি ওয়ার্ডে ভর্তি আছেন।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন