হোম > সারা দেশ > নাটোর

‘বোমা কালামকে’ কুপিয়ে হত্যার অভিযোগে সৎ ছেলে গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে আবুল কালাম ওরফে বোমা কালামকে (৫৩) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে কালামের সৎ ছেলে আল আমিনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, নিহতের শরীর ও মুখমণ্ডলে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

আবুল কালাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত ইনছার মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি বড়বাদকয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি এলাকায় বোমা কামাল নামে পরিচিত।

এ ঘটনায় নিহতের ভাই মো. সহিদুজ্জামান সালাম (৪৭) বাদী হয়ে নিহতের স্ত্রী ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বড়বাদকয়া গ্রামের মোছা. আরজিনা খাতুন (৩৫), সৎ ছেলে মো. আল আমিন (১৮), শ্বশুর মো. জহিম উদ্দিন (৬০), শাশুড়ি মোছা. জালেমা বেগমসহ (৫৫) অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আল আমিন বাবার নাম হারুন।

লালপুর থানার পুলিশ ও স্থানীয়রা বলছে, ১০ বছর আগে প্রথম স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ার পর আরজিনা খাতুনকে বিয়ে করে ঘরজামাই থাকতেন আবুল কালাম। তাঁদের সংসারে মো. আবির হোসেন (৯) নামে এক সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্ত্রী, তাঁর সৎ ছেলে ও স্বজনদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে কালামের মৃত্যু হয়।

কালামের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বড়বাদকয়া গ্রামের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চান। তখন তারা নিহতের স্বজনদের কিছু তথ্য দেন। অনেক খোঁজাখুঁজি করেও কালামকে না পেয়ে থানা-পুলিশকে অবগত করেন তাঁরা। পরে রাতেই অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে নিহতের আগের পক্ষের ছেলে আল আমিনকে আটক করা হয়। আল আমিনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর ও মুখমণ্ডলে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই মো. সহিদুজ্জামান সালাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০০৩ সালে স্থানীয় সাংবাদিকের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা চেষ্টা করেন কালাম। ওই ঘটনায় তাঁকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক আরও বোমা উদ্ধার করে লালপুর থানার পুলিশ। সেই থেকে তিনি এলাকায় বোকা কালাম হিসেবে পরিচিতি পান।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে