নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই দিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও রাজশাহী এসেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁরা বিমানে করে রাজশাহী পৌঁছান। এ সময় বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে রাজশাহীতে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ দলীয় নেতারা। মন্ত্রী সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণার্থী এএসপি প্রবেশনার, ক্যাডেট এসআই এবং অন্যান্য প্রশিক্ষণার্থীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
আগামীকাল বুধবার সকাল ১০টার দিকে মন্ত্রী বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেলা ৩টার দিকে বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।