চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ কারাগারের বন্দী ছিলেন। বাড়িও চাঁপাইনবাবগঞ্জ সদরে। বাবার নাম মৃত মংলা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, সকালে মনিরুল ইসলামকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
শংকর কে বিশ্বাস বলেন, মনিরুল ইসলামের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।