হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় জিহাদি বইসহ পলাতক জেএমবি নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক নেতা ওয়ালি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শীর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর পলাতক থেকে জেএমবি সদস্যদের সংগঠিত করছিলেন।

আজ বুধবার বিকেলে গাবতলী থানার গোলাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ২৩টি জিহাদি বই উদ্ধার করে। ওয়ালি উল্লাহ গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী আজকের পত্রিকাকে বলেন, পলাতক জঙ্গি নেতা ওয়ালিউল্লাহ ও তাঁর সহযোগী জামাত আলীর নামে গাবতলী থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, কয়েক মাস ধরে গাবতলী উপজেলায় জঙ্গি নেতা ওয়ালি উল্লাহ গোপনে জেএমবি সদস্য সংগ্রহ করে তাঁদের সঙ্গে গোপনে যোগাযোগ করে আসছিলেন। সর্বশেষ ১ জানুয়ারি রাত ৮টার দিকে কর্ণিপাড়া গ্রামে বাংলা ভাইয়ের কবরস্থানসংলগ্ন বাঁশবাগানে গোপন বৈঠক করেন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওয়ালি উল্লাহ নিজেকে জেএমবি বগুড়া জেলার দায়িত্বশীল বলে দাবি করেন। তাঁর সঙ্গে পুরোনো জেএমবি নেতাদের যোগাযোগ রয়েছে। তাঁর নামে গাবতলী থানায় ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইন নাশকতা মামলা রয়েছে। আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছিলেন ওয়ালি উল্লাহ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘বাংলা ভাইয়ের গ্রামে নতুন জঙ্গি তৎপরতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর তৎপরতা শুরু করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। একপর্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জঙ্গি নেতা ওয়ালি উল্লাহকে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন